Tori Song Lyrics (তরী) Sufi Shamim । Kalu Shah । Folk Song

 

Tori Song Lyrics (তরী) Sufi Shamim । Kalu Shah । Folk Song Mp3


Tori Song Lyrics (তরী) Sufi Shamim । Kalu Shah । Folk Song 



Song Title:-
Tori । তরী । Bangla New Song 2022 । Rushow's Trio Feat Sufi Shamim । Official Music Video 2022

Song Credit:-
Song: Tori (তরী)
Singer: Sufi Shamim
Lyrics: Kalu Shah
Tune: Kalu Shah
Composition: Rushow's Trio
Starring: Laboni & Sufi Shamim
Video Directed By: Moonzoy Rahman From Studio Touch
Produced and Distributed by: Touch Entertainment.
Language: Bangla
Label: Agniveena

Tori Song Lyrics তরী Sufi Shamim  Kalu Shah Folk Song , চলো গুরু দুইজন যাই পাড়ে,  তরী একবার ডুবে  একবার ভাসে গো!  আমার একলা যেতে ভয় করে,


Tori Song Lyrics In Bangla:

তরী একবার ডুবে 
একবার ভাসে গো! ( ২বার)
আমার একলা যেতে ভয় করে
গুরু একলা যেতে ভয় করে!

চলো গুরু দুইজন যাই পাড়ে। ( ২বার)

যাদের আছে পাকা বাড়ি ঘর
তারা তোমায় নিয়ে রাখে
সাত তালার উপর!
গুরু.. যাদের আছে পাকা বাড়ি ঘর
তারা তোমায় নিয়ে রাখে
সাত তালার উপর !

আমার ভাঙ্গা ঘরে নাই ছাউনী গো
গুরু... ভাঙ্গা ঘরে নাই ছাউনী গো!

গুরু বৃষ্টি আইলে জল পড়ে। (২ বার)

চলো গুরু দুইজন যাই পাড়ে। ( ২বার)

পাড় ঘাটাতে মাঝি একজনা.......
পাড়ের তরী, না থাকাতে
নৌকায় উঠায় না!
গুরু...পাড় ঘাটাতে মাঝি একজনা.......
পাড়ের তরী, না থাকাতে
নৌকায় উঠায় না!
আমি ভজন সাধন, সাধন শূন্য গো
গুরু ভজন সাধন, সাধন শূন্য গো!

গুরু সঙ্গে নিও পার করে। (২ বার)

চলো গুরু দুইজন যাই পাড়ে। ( ২বার)

তরী একবার ডুবে 
একবার ভাসে গো! ( ২বার)
আমার একলা যেতে ভয় করে
গুরু একলা যেতে ভয় করে!

চলো গুরু দুইজন যাই পাড়ে। (৪ বার)

গানটি গেয়েছেন, সুফি শামীম । গানটি লিখেছেন, কালু শাহ । গানটির সকল কপিরাইট “Series Music Bangladesh” এর আওতাধীন। ধন্যবাদ!!


*

Post a Comment (0)
Previous Post Next Post